নিজস্ব প্রতিবেদক, ঢাকা : তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন নির্বাচনে মো. কাজিম উদ্দিন ও সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। এ নিয়ে টানা চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হলেন মো. কাজিম উদ্দিন। অন্যদিকে টানা দ্বিতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ।
সোমবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস ভবনে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে কাজিম-আয়েজ পরিষদ। ফল ঘোষণার পর নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেন তিতাসের কর্মচারীরা।
- নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি এ কে এম কামাল উদ্দিন ও মো. জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহমেদ, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রতন বসু, দপ্তর সম্পাদক মো. মজিবুর রহম্ন, প্রচার সম্পাদক মো. হারুন-অর-রশিদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম।
কার্যকরী সদস্যপদে নির্বাচিতরা হলেন, শাহ মুহাম্মদ আকমল, মো. মিজানুর রহমান ও মো. এনামুল হক মুক্তার।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ বি এম নুর নবী, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মো. জাহিদুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম। তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন নির্বাচনের সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষণে ছিলেন শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মাসুদা সুলতানা ও শ্রম কর্মকর্তা শাহ সুলতান আশরাফুল আহমেদ।
তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। যার সরকারি নিবন্ধন নম্বর বি-১১৯৩। প্রতিটি নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে থাকে। মহামারি করোনায় এবারের নির্বাচনী কার্যক্রমে ভাটা পড়েছিল। করোনায় মৃত্যু হার কমে আসায় নির্বাচনী প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।
ইবাংলা/জেডসি/আরকে/ ১২ অক্টোবর, ২০২১