বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি মধ্যরাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন। রোববার (২৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
মনোয়ার হোসেন আরও বলেন, গভীর নিম্নচাপটি সোমবার সন্ধ্যার দিকে আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসবে। পরের দিন মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।
আরও পড়ুন…নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ২
ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পুরো উপকূলীয় এলাকায় প্রভাব বিস্তার করবে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানবে।
এ দিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিছেন, গভীর নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের বর্ধিতাংশ অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা।
বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ইবাংলা/জেএন/২৩ অক্টোবর ২০২২