বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ছোঁয়াচে হওয়ায় কোনো ক্রিকেটার কোভিড আক্রান্ত হলে তাকে মাঠে নামতে দেখা যায় না। বরং তার সংস্পর্শে আসা ক্রিকেটারদের দল থেকে আলাদা রাখা হয় ও সকলের করোনা পরিক্ষা করা হয়।
কিন্তু এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমত অবাক করার মতো ঘটনা ঘটেছে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করোনাভাইরাসে আক্রান্ত হয়েও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচ খেললেন আইরিশরা।
আরও পড়ুন…বঙ্গোপসাগরে নিম্নচাপটি মধ্যরাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
রোববার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের লড়াইয়ে মাঠে নামে আয়ারল্যান্ড। ম্যাচে মাঠে নামার আগে ডকরেলের সম্ভাব্য করোনা আক্রান্তের খবরটি জানিয়ে নিজেদের অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে খোদ ক্রিকেট আয়ারল্যান্ড।
সেখানে লেখা ছিল, ‘ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করছে যে জর্জ ডকরেল সম্ভাব্য কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয়, জাতীয় ও আইসিসির গাইডলাইন মেনে তাকে দেখভাল করা হচ্ছে।’
অস্ট্রেলিয়া বিশ্বকাপ শুরুর আগেই করোনার বিধিনিষেধ তুলে নিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমনকি ম্যাচের আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষার ব্যবস্থাও নেই। দলে থাকা চিকিৎসকরা যদি মনে করেন আক্রান্ত ক্রিকেটারের শারীরিক অবস্থা ভালো, তাহলে করোনা নিয়ে খেলতে পারবেন সেই ক্রিকেটার। ডকরেলের বেলায়ও এমনটি ঘটেছে।
এর আগে ডকরেলের করোনার উপসর্গ দেখা দিলে একটি বিবৃতি প্রকাশ করে ক্রিকেট আয়ারল্যান্ড। সেখানে বলা হয়, ‘ডকরেলের করোনার উপসর্গ খুবই কম। আইসিসি এবং হোবার্ট স্টেডিয়াম সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
ইবাংলা/জেএন/২৩ অক্টোবর ২০২২