মধুপুরে স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ।

জাতীয় স্যানিটেশন মাসের গুরুত্ব ও প্রতিপাদ্য বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, মধুপুর সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাবিবুল ইসলাম। আলোচনা সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/২৬ অক্টোবর ২০২২

মধুপুরে স্যানিটেশন মাস