টাঙ্গাইলের মধুপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।
আরও পড়ুন…জলবায়ু পরিবর্তন: ৩০ বছরে হারিয়ে যাবে আর্কটিকের বরফ
সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদুল আলম মনি,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, হিসাব রক্ষণ অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
এর আগে সকালে বর্ণাঢ্য রেলী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মেলায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসেছে। বিকেলে উপজেলা পরিষদের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবে।
ইবাংলা/জেএন/৮ নভেম্বর ২০২২