এবারের জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলো রংপুর। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে আকবর আলির দল। বুধবার (১৬ নভেম্বর) তৃতীয় দিনে সিলেটের দেওয়া মাত্র ৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রংপুর সহজেই সিলেটকে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। তাতেই এনসিএলের চ্যাম্পিয়ন হয়ে যায় রংপুর।
আরও পড়ুন…বাসে অগ্নিসংযোগ: ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট
এদিন রংপুরের হয়ে ২৯ রান করেছেন মোসাদ্দেক, ২০ রান করেছেন রিশাদ। এছাড়া ১৮ রান করেছেন আকবর আলী। সিলেটের হয়ে পেসার সাকিব ৩ টি, এবাদত ও রাজা ১ টি করে উইকেট লাভ করেন। এর আগে প্রথমে ব্যাট করতে নামা সিলেট নিজেদের প্রথম ইনিংসে করে মাত্র ১০৭ রান। জবাবে ব্যাট করতে নামা রংপুর নিজেদের প্রথম ইনিংসে সবকটি হারিয়ে সংগ্রহ করে ১৮৮ রান। তবে এতেই মাঝারি রানের লিড পেয়ে যায় রংপুর।
পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট এবার সংগ্রহ করে মোটে ১৬৮ রান। ফলের জয়ের জন্য রংপুরের লক্ষ্য দাঁড়াই মোটে ৮৮ রান। গতকাল দ্বিতীয় দিনের শেষ বেলায় সিলেট অলআউট হওয়ায় ব্যাটিংয়ে নামতে হয়নি রংপুরকে।
তৃতীয় দিন জয়ের জন্য ৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সহজেই জয় তুলে নেয় রংপুর। আকবরদের এমন সহজ জয়ে ২০১৪-১৫ মৌসুমের পর আবার চ্যাম্পিয়ন হলো রংপুর। আর প্রথমবারের মত শিরোপা জয়ের কাছেও গিয়েও পারলো না সিলেট।
ইবাংলা/জেএন/১৬ নভেম্বর ২০২২