‘অন্তহীন ভালোবাসায় সেবা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল’ লায়ন ক্লাব অব চট্রগ্রাম পারিজাত এর আয়োজনে নোয়াখালী সুবর্ণচরে এতিমদেও মাঝে খাদ্য বিতরণ ও খতনাসহ বিশাল ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দিনব্যাপী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নে অবস্থিত মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন…চীনে কৃষির আধুনিকায়ন হচ্ছে অনন্য
সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মীজানুর রহমান দীপকের সঞ্চালনায় চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব বি-৪ বাংলাদেশ জেলা-৩১৫ এর জেলা গভর্নর লায়ন শেখ সামছুদ্দিন আহমেদ সিদ্দিকী (পি.এম.জে.এফ)।
এর আগে উপজেলার জামেয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এবং চরজব্বরে আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজে বৃক্ষ রোপণ ও অসহায়দের মাঝ শীতবস্ত্র বিতরণ শেষে মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পে মিলিত হয়।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি-৪ বাংলাদেশ জেলা-৩১৫ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এম.ডি.এম মহিউদ্দিন চৌধুরী (এম.জে.এফ), ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল (এম.জে.এফ), বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
কেবিনেট সাধারণ সম্পাদক লায়ন হোসাইন মাহমুদ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর উল্যাহ, লায়ন এডভোকেট নরুল ইসলাম, লায়ন হুমায়ুন কবির, লায়ন হেলাল উদ্দিন, লায়ন একেএম মহি উদ্দিন, পিবিআই চট্রগ্রাম (মেট্রো) পুলিশ পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন।
এসময় লায়ন ক্লাব অব চট্রগ্রাম পারিজাতের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার, রোগী, সেচ্ছাসেবী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৫০ জন ডাক্তার এর স¤œয়য়ে এসময় প্রায় ২ হাজার সুবিধবঞ্চিত অসহায় নারী পুরুষ, শিশু কিশোর চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ইবাংলা/জেএন/১৮ নভেম্বর ২০২২