প্রিমিয়ার সিমেন্ট নতুন নামে লেনদেন করবে

নিজস্ব প্রতিনিধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রিমিয়ার সিমেন্ট মিলসের পরিবর্তে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি নাম রাখবে।একই সময়ে ব্যবসায়িক খাত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। বুধবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন…ডিসেম্বরের শেষে মেট্রোরেলের উদ্বোধন

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে প্রিমিয়ার সিমেন্ট। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

অপরদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ব্যবসায়িক খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিবিধ খাতের প্রতিষ্ঠানটি আজ থেকেই ওষুধ-রসায়ন খাতে লেনদেন করবে। খাত পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ইবাংলা/জেএন/২৩ নভেম্বর ২০২২

নতুন নামে লেনদেন করবে