আফগানিস্তান নিয়ে মস্কোয় বৈঠক, অনিশ্চিত যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

রাশিয়ায় আগামী ২০ অক্টোবর আফগানিস্তান পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ‘বর্ধিত ত্রইকা’ আলোচনায় যোগ দিতে ইচ্ছুক মনে হয়েছিল। কিন্তু ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনই অংশগ্রহণ নিশ্চিত করতে অনিচ্ছুক। দ্য ডন।

যুক্তরাষ্ট্র এখনই অংশগ্রহণ নিশ্চিত করতে অনিচ্ছুক রুশ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন বৈঠকটি ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে। কাবুলভ বলছেন, অংশগ্রহণকারীরা আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে একটি সাধারণ অবস্থান তৈরি করার চেষ্টা করবে।

জমির কাবুলভ

ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস ইঙ্গিত দেন, বাইডেন প্রশাসন বৈঠকে যোগ দিতে ইচ্ছুক। তিনি বলেন, আফগানিস্তানের ক্ষেত্রে রাশিয়ার মতো দেশের সঙ্গে আমাদের স্বার্থের একটি সমন্বয় আছে। আমরা আগের বৈঠকটি কাজে লাগাতে পেরেছি।

মার্কিন কর্মকর্তা বলছেন, ওয়াশিংটন মস্কোতে আসন্ন আলোচনার বিষয়ে নোট করেছে। কিন্তু এখনও আমেরিকার অংশগ্রহণ নিশ্চিত তা বলা যাচ্ছে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় আল কায়েদা এবং জঙ্গি ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) যাতে আর কখনও আফগানদের মাটি অন্য দেশে হামলার জন্য ‘লঞ্চিং প্যাড’ হিসেবে ব্যবহার করতে না পারে।

নেড প্রাইস

আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত জমির কাবুলভ গত সপ্তাহে বলেছিলেন, আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান শিগগির বৈঠক করবে। যদিও তিনি তারিখ নির্দিষ্ট করেননি।

নেড প্রাইস বলছেন, এখানে একটি যৌথ স্বার্থ রয়েছে যা শুধু আমাদের মিত্রদের জন্য নয়, রাশিয়ার মতো দেশের সাথেও একত্রে কাজ করা যায়। এদিকে চীন প্রস্তাবিত বৈঠককে স্বাগত জানিয়েছে। দেশটি আশা করছে এ আলোচনা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং একটি টেকসই ‘শান্তি ও পুনর্গঠন’ নিশ্চিত হবে।

সর্বশেষ বর্ধিত ত্রইকা সভা কাতারে অনুষ্ঠিত হয়েছিল গত ১১ আগস্ট। এর আগের দুটি বৈঠক হয়েছিল ১৮ মার্চ ও ৩০ এপ্রিল। সর্বশেষ পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে নেড প্রাইস বলেছিলেন, আফগানিস্তান থেকে বেরিয়ে আসার সুবিধার্থে যুক্তরাষ্ট্র যেসব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে পাকিস্তান তাদের মধ্যে অন্যতম।

Comments (0)
Add Comment