চীন-সৌদি আরব সম্পর্ক উচ্চমানের উন্নয়ন বজায় রেখেছে : চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

৮ ডিসেম্বর দুপূরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে সি চিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলেতে চীন-সৌদি আরব সম্পর্ক উচ্চমানের উন্নয়ন বজায় রেখেছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে সামগ্রিক কূটনীতি বিশেষ করে মধ্য-প্রাচ্যের কূটনীতিতে অগ্রাধিকার দেয় চীন। সৌদি আরবের সঙ্গে জাতীয় পুনরুজ্জীবনের পথে হাতে হাত রেখে উন্নয়ন কৌশল সংযোগ জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীরতর করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে চীন-সৌদি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের আরো উন্নয়নে ইচ্ছুক বেইজিং।

আরও পড়ুন…মধুপুুরে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা রক্ষা এবং নিজের দেশের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ পথে চলাকে দৃঢ়ভাবে সমর্থন দেয় চীন। দু’পক্ষ যৌথভাবে “এক অঞ্চল এক পথ” প্রতিষ্ঠা ও সৌদি আরবের “২০৩০ ভিশন” সংযোগ কার্যকর করে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতায় আরো বেশি ফলাফল অর্জনকে ত্বরান্বিত করবে।

সৌদি আরবের সঙ্গে জ্বালানি নীতি যোগাযোগ ও সমন্বয় গভীরতর করতে, উত্পাদন দক্ষতা ও অবকাঠামো সহযোগিতা গভীরতর করতে, ই-বাণিজ্য, ডিজিটাল ব্যবসা, দূষণমুক্ত জ্বালানি, উচ্চ প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থা, নিরাপত্তা, সন্ত্রাসদমনে সহযোগিতা জোরদার করতে চায় চীন।

প্রেসিডেন্ট সি আরো বলেন, সৌদি আরবের আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে আরো বড় ভূমিকা পালনকে সমর্থন করে এবং দেশটির সঙ্গে জাতিসংঘ, জি-২০সহ বহু প্ল্যাটফর্মে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে চায় চীন।
তিনি বলেন, বতর্মানে প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলন এবং চীন-উপসাগরীয় সহযোগীতা সংস্থা শীর্ষ সম্মেলন আয়োজনের বিশেষ গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। এটা ভবিষ্যতে চীন-আরব সম্পর্ক এবং চীন-জিসিসি সম্পর্কের জন্য নেতৃত্বের ভূমিকা পালন করবে।

যুবরাজ মুহাম্মদ বলেন, সৌদি আরব মধ্য-প্রাচ্য অঞ্চলে চীনের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। সৌদি আরব চীনের সঙ্গে পারস্পরিক সমর্থন বাড়িয়ে দু’দেশের সম্পর্ক আরো উচ্চমানে উন্নত করার চেষ্টা চালাতে চায়।

তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট সি’র এবারের সফর নিশ্চয়ই সৌদি আরব-চীন সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। সৌদি আরব দৃঢ়তার সঙ্গে একচীন নীতিতে অবিচল রয়েছে এবং চীনের সঙ্গে অব্যাহতভাবে বাণিজ্যিক ও পারস্পরিক বিনিয়োগ বাড়াতে থাকবে।

তিনি আরো বেশি চীনা প্রতিষ্ঠানের সৌদি আরবের শিল্পায়ন প্রক্রিয়ায় অংশ নেয়াকে স্বাগত জানান। এছাড়া, দু’পক্ষ “চীন-সৌদি যৌথ বিবৃতি”প্রকাশ করেছে। সূত্র:প্রেমা,সিএমজি।

ইবাংলা/জেএন/৯ ডিসেম্বর, ২০২২

চীনা প্রেসিডেন্ট