ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৯৭১ সালে পাকিস্তানিদের নৃশংস হত্যাকান্ডে ১৪ই ডিসেম্বরে নিহত দীপ্তিশিখা বীর সন্তানদের স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
আরও পড়ুন…ইবিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় সাথে থাকেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম.আলী হাসান’সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বৃহৎ শোকর্যালির পর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ, ফোরাম, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও অন্যান্য সাংবাদিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর দিবাগত রাতের প্রথম প্রহরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২