কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় আরও ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে

ডেস্ক রিপোর্ট

এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

কুমিল্লার নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে, নগরীর কাপড়িয়াপট্টি এলাকার বাসিন্দা মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বু।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্ত পরিদর্শক অমল কৃষ্ণ ধর জানান, ১৩ অক্টোবর নানুয়ার দীঘির পাড় বিশৃঙ্খলার ঘটনার পর একইদিন দুপুরে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।

ওই মামলায় ৫০ জনকে এজাহারনামীয় এবং ৫০০জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটির আসামি মাঈনউদ্দিন, রাশেদ ও এম্বুকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment