মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ স্লোগানকে সামনে রেখে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ কবিতা পাঠের আয়োজন করা হয়।
আবৃত্তি আবৃত্তি’র অর্থ-সম্পাদক জান্নাতুল ফারজানার সঞ্চালনায় বিজয়ের কবিতা পাঠ করেন দীপেন রায়, তানজিমা শিকদার তনু, আবদিম মুনিব, নওশিদ সুম্মা, হায়াতে জান্নাত, সুইটি পাল, সূচনা ত্রিপুরা, আব্দুল মাজেদ, আবু রায়হান, গোলাম রাব্বানী, নীরব বিশ্বাস, নাঈমা পারভীনসহ অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন…ব্যাংক খাতের সংকট কোভিড বা যুদ্ধের কারণে নয় জানাল সিপিডি
কবিতা পাঠ অনুষ্ঠানে আবৃত্তি আবৃত্তি’র সভাপতি নাঈমা পারভীন নীলা’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, আবৃত্তি আবৃত্তি’র উপদেষ্টা ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ ইনজামুল হক।
এসময় উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তি’র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা, সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন।
সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক দীপেন রায়, অনুষ্ঠান সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্য সম্পাদক নীরব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ইসবা বিথী’সহ প্রমুখ।
ইবাংলা/জেএন/১৭ ডিসেম্বর, ২০২২