মহামারি কোভিড বা ইউরোপে যুদ্ধের কারণে ব্যাংকিং খাতে সংকট দেখা দেয়নি। এই খাতের দুর্বলতা দীর্ঘদিনের। দুর্বল সুশাসন ও সংস্কারের অভাবেই এই খাত ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ তথ্য জানান।
আরও পড়ুন…জাল পাসপোর্টসহ গ্রেফতার ৩
সিপিডি’র আলোচনাসভায় তিনি আরও বলেন, বহুদিন ধরে ব্যাংক খাতটি দুর্বলতার মুখোমুখি। খেলাপি ঋণ বাড়ার পাশাপাশি বিভিন্ন সূচকেও দুর্বলতা দেখা যাচ্ছে। এগুলো যদি উন্নতি না হয় তাহলে ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি রয়েই যাবে।ফাহমিদা খাতুন বলেন, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক, আইন ও তথ্যগত দুর্বলতার কারণে ব্যাংকিং খাতে দুর্বলতা দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান হাবিব মনসুর, বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনসহ অনেকেই।
ইবাংলা/জেএন/১৭ ডিসেম্বর, ২০২২