রাজধানীতে আ.লীগের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ঢল নামে নেতা-কর্মীদের।

শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়েছে। এটি শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। লাল-সবুজ পোশাক পরে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশের জড়ো হয়ে থেকে কর্মসূচি শুরু করেন।

আরও পড়ুন…ইবিতে মহান বিজয় দিবস উপলক্ষে আবৃত্তি ও কবিতা পাঠ

ডাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের অগ্রসর হতে দেখা যায়।মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া শোভাযাত্রাটি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

রাজধানীর পাশাপাশি সারা দেশে একযোগে এ বিজয় শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। সেই অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বিজয় শোভাযাত্রায় অংশ নি‌তে সকাল থেকেই আওয়ামী লী‌গের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে এ‌সে জমায়েত হ‌তে শুরু ক‌রেন। বিজয় মি‌ছিলে যোগ দি‌তে বি‌ভিন্ন বাদ‌্যয‌ন্ত্রের তালে তালে জমায়েত হন।

এ‌দি‌কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাযথ মর্যাদায় সারা দেশে মহান বিজয় দিবস আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ইবাংলা/জেএন/১৭ ডিসেম্বর, ২০২২

বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল