নড়াইলে ২ দিন ব্যাপি মিলন মেলা’র উদ্বোধন

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি:

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৬ যুগপূর্তি উপলক্ষ্যে ২ দিন ব্যাপি মিলন মেলা’র উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেব এসব কর্মসূচীর উদ্বোধন করেন।

নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন হিরোক’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার সাদিরা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফখরুল হাসান, নড়াইল সদর উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।

আরও পড়ুন…১০ম বারের মতো আ.লীগের সভাপতি শেখ হাসিনা ,হ্যাটট্রিক সম্পাদক ওবায়দুল কাদের

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,এনএসআই নড়াইল জেলার উপ-পরিচালক মিজানুর রহমান,শিক্ষক ফিরোজ কিবরিয়া,ড.আশরাফ আলী জাফরী,হাফিজুর রহমান,পীযুষ কান্তি রায় প্রমুখ।

ইবাংলা/জেএন/২৪ডিসেম্বর, ২০২২

মিলন মেলা’র উদ্বোধন