ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক সম্মান ২০২১-২২ শিক্ষাবর্ষের সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন ও ‘সি’ ইউনিটে ৪৩৩ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।
আরও পড়ুন…শীতের আমেজ উপভোগে ইবির শীতকালীন অবকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আগামী রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা হতে সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।
প্রাথমিক ভর্তির ক্ষেত্রে আবেদনকারীর মূল কাগজপত্র (এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র) আগামী ২৬ ডিসেম্বর সকাল ৯:০০ টা হতে বিকাল ০৬:০০ টার মধ্যে প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হবে। প্রসঙ্গত, ৬ষ্ট মেধাতালিকা শেষে ৬৫৬ টি আসন খালি ছিল।
ইবাংলা/জেএন/২৫ডিসেম্বর, ২০২২