প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন ইয়েস উই ক্যান: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ‘‘ইয়েস উই ক্যান’’। মেট্রোরেল করে তিনি আবারও প্রমাণ করেছেন, ‘‘ইয়েস ইউ ক্যান’’। কেন আমরা পারবো না? আমরা বীরের জাতি। বিশ্বব্যাংক অপবাদ দিতে পারে, তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।’

আরও পড়ুন…কোটালীপাড়ায় যাচ্ছেন শেখ হাসিনা

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের ফলক উন্মোচনের পর আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঢাকায় আজ মেট্রোরেল দৃশ্যমান। আজ বাংলাদেশের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর স্বপ্নপূরণের দিন।

দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, নেত্রী (শেখ হাসিনা), আপনি দেশকে কত ভালোবাসেন। দেশের উন্নয়ন অর্জনকে ভালোবাসেন। আপনার নেতৃত্বে একদিনে শত সেতু ও রাস্তা উদ্বোধন হয়েছে দেশে। যে রেকর্ড কোথাও নেই।

উত্তরায় আনুষ্ঠানিকতা শেষে আজ বেলা দুইটার দিকে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে ছুটবে। প্রথম যাত্রার যাত্রী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। সাধারণ যাত্রীরা অবশ্য মেট্রোরেলে চড়তে পারবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে।

ইবাংলা/জেএন/২৮ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন