বিশ্বকাপ উন্মাদনা স্তিমিত হয়ে গেছে। বিশ্বকাপ শেষে আবার সরগরম হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষ লিগগুলো। নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ মাতানো ফুটবলাররাও ক্লাবে ফিরে খেলতে শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন…নোয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও গতকাল রাতে মাঠে নেমেছিলেন ক্লাব পিএসজির হয়ে। বাদ শুধু লিওনেল মেসি। ক্যারিয়ারে প্রথম বারের মতো বিশ্বকাপ জেতা মেসি এখনো দেশ আর্জেন্টিনাতেই রয়েছেন।
পরিবারের সদস্য ও দেশবাসীর সঙ্গে বিশ্বকাপ জয়ের উদযাপন করছেন। এই উদযাপন করার জন্য তিনি ক্লাব পিএসজির কাছে বাড়তি ছুটির আবেদন করেছিলেন। মেসির সেই আবেদন মঞ্জুর করেছে পিএসজি, দিয়েছে বাড়তি ছুটি।
মেসির এই বাড়তি ছুটির বিষয়ে পিএসজির কোচ গালতিয়ের বলেছেন, ‘বিশ্বকাপ উদযাপনের জন্য মেসিকে আর্জেন্টিনায় যেতেই হতো। তাই তাকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।
২ বা ৩ জানুয়ারি দলে যোগ দেবে সে। তারপর ম্যাচ ফিটনেস পেতে হয়তো ওর ১২/১৩ দিন সময় লাগবে।’ মানে পিএসজির হয়ে মেসির মাঠে নামতে নামতে ১৫ জানুয়ারি লেগে যাবে।
ইবাংলা/জেএন/২৯ ডিসেম্বর, ২০২২