হাইকোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ২টায়। সকালে বিএনপির এই দুই নেতার জামিন শুনানির জন্য এ সময় নির্ধারণ করেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ।
আরও পড়ুন…পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের আইনজীবী কায়সার কামাল কামাল বলেন, ‘আজ বেলা ২টায় আবেদনের শুনানি হতে পারে। ’ কী যুক্তিতে তাদের জামিন চাওয়া হয়েছে- এই বিষয়ে তিনি বলেন, যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে মামলার এফআইআরে তাদের নাম নেই।
ওই মামলায় এফআইআরভুক্ত ২ আসামি নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন। এছাড়া তাদের সামাজিক অবস্থান, অসুস্থতা, বয়স বিবেচনায় ফৌজদারি কার্যবিধি ৪৯৮ ধারা অনুযায়ী জামিন চাওয়া হয়েছে।
গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।
ইবাংলা/জেএন/৩ জানুয়ারি, ২০২৩