৯ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, চীনের নভেল করোনা ভাইরাস ব্যবস্থাপনাকে বি-শ্রেণীতে অবনমন এবং দেশি-বিদেশি যাতায়াতের অস্থায়ী ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে বহু দেশ। তবে, অল্প কিছু দেশ চীনের পর্যটকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে।
আরও পড়ুন…চুক্তিভিত্তিক ফের আইজিপি আবদুল্লাহ আল-মামুন
তিনি বলেন, এ বিষয়ে আন্তরিকতা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে চীন। তাদের কাছে সুবিন্যস্ত প্রতিরোধ নীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং চীনের অভ্যন্তরীণ পরিস্থিতি ব্যাখ্যা করেছে বেইজিং।
ওয়াং ওয়েন বিন বলেন, তবে, দুঃখজনক যে অল্প কিছু দেশ বিজ্ঞান ও বাস্তবতাকে উপেক্ষা করে চীনের বিরুদ্ধে বৈষম্যপূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং পাল্টা জবাব দেবে। ওয়াং ওয়েন বিন আরও বলেন, চীন অব্যাহতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে।
সময় মতো এবং পরিস্থিতি অনুসরণ করে প্রতিরোধ নীতির বিন্যাস করবে, যাতে দেশি-বিদেশি আদান-প্রদান, করোনা প্রতিরোধে বিশ্বজুড়ে সংহতি জোরদার এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখা যায়। সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।
ইবাংলা/জেএন/৯ জানুয়ারি, ২০২৩