ফরিদপুরে বিএনপির গণঅবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের হামলা এবং উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুরের অম্বিকা ময়দানে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণঅবস্থান কর্মসূচির শুরু হওয়ার কিছুক্ষণ পর পরই এঘটনা ঘটে।

আরও পড়ুন…পুলিশ পরিচয় দিয়ে ৩ লাখ টাকা আত্মসাৎ, মোটরসাইকেলসহ গ্রেফতার ২

বিএনপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেলা সাড়ে ১১ টার দিকে নেতাকর্মীরা কর্মসূচিস্থলে জমায়েত হতে থাকে। এর ঘণ্টাখানেকের মধ্যেই স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য দেবার সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। উভয় পক্ষের মাঝে সংঘর্ষ শুরুর পর বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।এসময় সড়কে যত্রতত্র ইটের টুকরো পড়ে থাকতে দেখা যায়।৷ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন…মেসির ফেরার ম্যাচে এমবাপ্পে খেলছেন না

পুলিশের ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বিএনপিরও কয়েকটি গ্রুপ রয়েছে, আবার বিরোধী রাজনৈতিক দলগুলোও মাঠে ছিল, কোথা থেকে কীভাবে বিবাদের শুরু হলো সেটা এখনো জানি না। তবে দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উভয়পক্ষের সংঘর্ষ থামাতে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইবাংলা/জেএন/১১ জানুয়ারি, ২০২৩

ধাওয়া পাল্টা ধাওয়াবিএনপির গণঅবস্থান