আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি করে, ধংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, মানুষ হত্যার-ভোট চুরির রাজনীতি করে।
দুর্নীতির রাজনীতি করে, অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে তাদের চিকিৎসা দরকার, হাসপাতালে যেতে হবে, তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সোমবার (১৬ জানুয়ারি) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতোই যদি সক্ষমতা তাহলে নির্বাচনে আসুন। আমরা রেডি আছি। ষড়যন্ত্র করে লাভ হবে না। ঠান্ডা মাথায় আসুন, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।
তিনি বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে ছিলাম এবং থাকবো। সরকার হটাতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ল গরুর হাটে। বিএনপি অসুস্থ হয়ে গেছে তাই তাদের হাসপাতালে যেতে হবে। ফখরুল আব্বাসরা দলকেই অসুস্থ করে দিয়েছে। বিএনপির এখন চিকিৎসা করা দরকার।
আরও পড়ুন…কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
সমাবেশে তিনি ঘোষণা করেন, আগামী ২৬ জানুয়ারি মেট্রোরেলের এমআরটি লাইন এক এর কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইবাংলা/জেএন/১৬ জানুয়ারি, ২০২