বিশ্বের মহামারী প্রতিরোধে চীন যে ইতিবাচক অবদান রেখেছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে। চীন আগের মতো ভবিষ্যতেও বিশ্বের সঙ্গে মহামারীসংশ্লিষ্ট তথ্যাদি শেয়ার করে যাবে। ১৬ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি জানান, শনিবার চীনের স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা সিয়াও ওয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানমের সঙ্গে ফোনালাপে মহামারী মোকাবিলার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত তথ্য বিনিময় অব্যাহত রাখায় চীনের প্রশংসা করেন তেদ্রোস আদহানম।
তাঁরা মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত বিষয়ে সহযোগিতা ও বিনিময় অব্যাহত রেখে, যৌথভাবে বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে একমত হন।
চীনা মুখপাত্র আরও বলেন, চীন সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ওপর গুরুত্ব দেয়, বিশ্বের মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বের ভূমিকাকে সমর্থন করে।
চীন আশা করে, বিভিন্ন পক্ষ বিজ্ঞানসম্মত অবস্থান থেকে চীনের মহামারী প্রতিরোধক কাজকে দেখবে ও সমর্থন করবে এবং বিশ্বের মহামারী প্রতিরোধে উপযুক্ত অবদান রাখবে। সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ
ইবাংলা/জেএন/১৭ জানুয়ারি, ২০২৩