শাটার গান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা

ডেস্ক রিপোর্ট

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ স্বজল ও রাজিব নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ৮-৯ জনের একটি ডাকাতদলের মধ্যে ওই দু’জনকে আটক করে স্থানীয়রা পুলিশে দেয়।

আগ্নেয়াস্ত্রসহ আটক স্বজল বহলাডাঙ্গী গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রাজিব সরিষা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। তারা দুইজনই পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি জানান, আটক ডাকাতদের বাড়ি পাংশা উপজেলায়।

তারা স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দুই জেলার সীমান্তের গ্রাম গুলোতে ডাকাতি করতো। গত কয়েক মাসে কমপক্ষে ৫ ডাকাতকে জনতা আটক করে থানা পুলিশে দিয়েছে।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা ঈশ্বরদী গ্রামে একজনের বাড়ির টয়লেটে আশ্রয় নেয়।

সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়। তাদের কাছ থেকে একটি শাটার গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments (0)
Add Comment