জাতীয় স্মার্টকার্ডে গতি ফিরবে কবে?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমোদনসংক্রান্ত প্রায় ৩০ হাজার গ্রাহকের আবেদনের নথিপত্র হারিয়ে যাওয়ার কারণ কী, সেটি এখনো বের করতে পারেনি সংস্থাটি। এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—

প্রথম আলো
নথি গায়েব কীভাবে, ২ মাসেও অজানা

নথিপত্র গায়েব হওয়ার বিষয়টি রাজউক প্রথম জানতে পারে গত বছরের ৬ ডিসেম্বর। যেসব গ্রাহকের নথিপত্র হারিয়েছে, তাঁরা ২০১৯ সালের মে মাস থেকে গত বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন পেতে আবেদন করেছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ভবনের নির্মাণ অনুমোদন ও ছাড়পত্র দেওয়ার কাজ শুরু করে রাজউক।

দেশের উত্তরবঙ্গের এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশি রোগী শনাক্ত।

প্রথম আলো
নিপাহর ঝুঁকিতে দেশের প্রায় অর্ধেক এলাকা

দেশের ৩১টি জেলায় এ পর্যন্ত নিপাহর রোগী শনাক্ত হয়েছে। দেশের উত্তরবঙ্গের এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশি রোগী শনাক্ত হতে দেখা গেছে। দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে নিপাহ শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার দেওয়া তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। রামপাল ও পায়রায় কয়লার দাম পড়ছে প্রতি টন ২৫০ ডলারের মতো। আদানি দাম ধরতে চায় প্রতি টন ৪০০ ডলার। পিডিবির চিঠির পর দর পুনর্মূল্যায়নে সম্মত হয়েছে আদানি।

প্রথম আলো
আদানি কয়লার দাম ৬০% বেশি চায়

ভারতের আদানি গ্রুপ যে বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে, সেই কেন্দ্রের জন্য কয়লার দাম বেশি ধরতে চায় তারা। আদানি কয়লার দাম বেশি ধরলে বাংলাদেশকে অনেকটা বাড়তি দামে বিদ্যুৎ কিনতে হবে।

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মাইলের পর মাইল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই দেশের বেশ কয়েকটি শহরে ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে।

যুগান্তর
মাইলের পর মাইল ধ্বংসস্তূপ

দুর্ঘটনার পর দুদিন পেরিয়ে গেলেও তুষারপাত ও তীব্র ঠান্ডায় উদ্ধারকাজ মারাত্মক ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। যেখানেই প্রাণের সন্ধান পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন। ২২ ঘণ্টা পর তুরস্কে এক নারীকে উদ্ধার করা হয়েছে এবং সিরিয়ায় ধ্বংসস্তূপের মধ্যে এক শিশুর জন্ম হয়েছে।

৭.৮ মাত্রার প্রথম ভূমিকম্পের পরদিন গতকাল মঙ্গলবারও বড় মাত্রার পরাঘাত অনুভূত হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। দুই দিনের টানা ভূকম্পনে ধসে পড়েছে প্রায় ছয় হাজার ভবন।

কালের কণ্ঠ
ধ্বংসস্তূপে কমছে প্রাণের সাড়া

তুরস্ক ও সিরিয়ার জরুরি বিভাগের কর্মীরা প্রাণপণে উদ্ধার অভিযানে ব্যস্ত। বিভিন্ন দেশ থেকেও তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে তুরস্কে তীব্র শীত ও তুষারে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।

অন্যদিকে সিরিয়ায় যুদ্ধকবলিত অঞ্চলে উদ্ধারকাজ চলছে খুব ধীরগতিতে। তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) পরিবর্তে দেশের ৯ কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিস (আইডিইএ)’ প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন (ইসি)।

প্রতিদিনের বাংলাদেশ
স্মার্ট গতি নেই স্মার্টকার্ডে

এখনও দেশের ৯ কোটি নাগরিক স্মার্টকার্ড হাতে পাননি। আরও ৩ কোটি নাগরিককে স্মার্টকার্ড দিতে নতুন প্রকল্প নেওয়ার সময়ও দুই বছর পেরিয়ে গেছে। নতুন প্রকল্প ২০২৫ সালের নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করার কথা।

যদিও এখন পর্যন্ত কেবল সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।ইউজিসি গত মাসে ৪৮তম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয়ে অসামঞ্জস্য দেখা গেছে।

কালের কণ্ঠ
ব্যয়ের হিসাবে গরমিল

মূলত দুই কারণে তথ্য যাচাই করতে পারে না ইউজিসি। প্রথমত, এত বিশ্ববিদ্যালয়ের তথ্য যাচাইয়ের সক্ষমতা ইউজিসির নেই। মাত্র দুজন কর্মী দিয়ে এই কাজ করতে হয়, কোনো পরিসংখ্যানবিদ নেই। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলো যে তথ্য দেয়, সেই তথ্যের ওপরই পূর্ণ আস্থা রাখা হয়।

এছাড়াও আন্দোলন জোরদার করতে তৃণমূলে বিএনপি, মূল্যবৃদ্ধির ভার বহনের সক্ষমতা শিল্পের নেই, মাথাপিছু বৈদেশিক ঋণ ৩২ হাজার ৭৪০ টাকা, উৎপাদন সক্ষমতা অকারণে বৃদ্ধি!, জ্যামারে জ্যাম নেটওয়ার্ক সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

ইবাংলা/ জেএন/৮ ফেব্রুয়ারি , ২০২৩

স্মার্টকার্ডে গতি ফিরবে কবে?