ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব

ইবাংলা ডেস্ক

মিষ্টি আমেজে ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার মিরপুরের হলরুমে কনসালটেন্টদের সৌজন্যে অনুষ্ঠিত হলো বাঙালির নানা স্বাদের বাহারি পিঠা উৎসব।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বর্ণিল এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার কাজী শহিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি এফএর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসলামী ব্যাংক হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো.কামরুল হাসান।

ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরের সুপারিনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আই বি এফ এর জিএম ইঞ্জিনিয়ার মো. আব্দুস সামাদ, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান।

এজিএম মোহাম্মদ জসিম উদ্দীন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরের কনসালটেন্ট ও কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শহিদুল আলম বলেন, এ ধরনের আয়োজন কর্মব্যস্ততার ফাঁকে সবাইকে এক প্রাণে বাঁধার সুযোগ করে দেয়। উৎসবের আনন্দে সবার হৃদয়ের বন্ধন আরও অটুট হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সালেহ জহুর বলেন, বসন্তের আগমন, ভালোবাসা দিবসের ছোঁয়ার মধ্যে উৎসবের এ আয়োজন এই দিনটিকে পরিণত করেছে ভালোবাসা দিবসে।

আরও পড়ুন…বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ প্রায় শতভাগ সম্পন্ন

কামরুল হাসান বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার মিরপুরের কর্মকর্তা ও কনসালটেন্টদের অংশগ্রহণে পিঠা উৎসবটি মিলনমেলায় পরিণত করেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যহত রাখতে হবে।

ইবাংলা/ জেএন/৯ ফেব্রুয়ারি , ২০২৩

পিঠা উৎসব