বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পদযাত্রায় বরগুনায় পুলিশি বাধা ডেঙ্গিয়ে পালিত হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক তালিমুল ইসলাম পলাশ জানান, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে বামনায় বিএনপির পদযাত্রায় পুলিশের বাঁধা ভেঙ্গে পালিত হয়েছে।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক বাচ্চু মোল্লাসহ দুজনকে আটক করেছে পুলিশ। পাথরঘাটা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের হামলা পৌর বিএনপি ভাংচুর ও হামলায় ১০ জন বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এতে পৌর বিএনপি যুগ্ন-আহবায়ক মাছুম বিল্লাহ,পৌর ছাত্রদলের সদস্য সচিব খাইরুল শরীফ ও পৌর ৯নং পৌর বিএনপির ও সদস্য হাফেজ আলমগীর, যুবদল নেতা হাবিব ও মিজানুর রহমান গুরুতর আহত হন।
বেতাগী উপজেলার মোকামিয়া কর্মী সভায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। বিবিচিনি থেকে ফুলতলা বাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ ১১ জন আহত হয়েছে। গুরুতর আহত ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদ হাওলাদা।
আরও পড়ুন…এবার দুই কেজি গাঁজাসহ পুলিশ সদস্য আটক
২ নং সদরে পুলিশের বাঁধায় বিএনপির পদযাত্রা পন্ড হয়। ৩নং হোসনাবাদে পদযাত্রা শুরু করলে গোয়ালবাড়ি বাজারে পৌছালে পুলিত তাতে বাধা দেন। এছাড়া আমতলীতে শান্তিপূর্ণ ভাবে বিএনপির পদযাত্রা সম্পন্ন হয়েছে।
ইবাংলা/ জেএন/১০ ফেব্রুয়ারি , ২০২৩