কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তানবীরকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

মিশরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইনকে সংবর্ধনা দিয়েছেন কোম্পানীগঞ্জের তাওহিদী জনতা।

বসুরহাট রূপালি চত্বরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ সংবর্ধনা দেওয়া হয়।৫৮ দেশের প্রতিযোগীদের মধ্যে হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

হাফেজ তানভীর হোসাইন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ডের (আবদুল মতিন মিয়ার বাড়ির) শেখ ইলিয়াস মিয়ার ছেলে এবং রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ও কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক। এর আগে, তিনি সৌদি আরবের মক্কায় কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় এবং বসুরহাট আশরাফুল উলম মাদরাসার মেহতামিম মেস্তফা সুফি সাহেবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

আরও পড়ুন…রমজান না আসতেই খেজুরের বাজার চড়া

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

ইবাংলা/ জেএন/১৪ ফেব্রুয়ারি , ২০২৩

বিজয়ী তানবীরকে সংবর্ধনা