বরগুনার বামনা উপজেলায় টাকার বিনিময়ে নুতন করে ২২ জন মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করে গেজেট করার জন্য একটি তালিকা মন্ত্রনালয়ে পাঠানোর অভিযোগ উঠেছে।
এদিকে বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) বামনা প্রেসক্লাবের সামনে যাচাই- বাছাই কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে প্রকাশিত তালিকা বাতিলের দাবীতে মানববন্ধন করেন বামনা দাবীদার মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ নামে একটি সংগঠন।
আরও পড়ুন…মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক!
এসময় বক্তারা বলেন, বামনায় দাবীদার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শেষে গত ৮ ফেব্রুয়ারী ২২ জন দাবীদার মুক্তিযোদ্ধার নাম অন্তভূর্ক্ত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলে সুপারিশের জন্য একটি তালিকা পাঠান বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটি।
এদিকে সদ্য প্রকাশিত ওই ২২ মুক্তিযোদ্ধার অনেকেই কখনো মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কোন কার্যক্রমে অংশগ্রহন না করা অভিযোগ পাওয়া গেছে।
শুধু তাই নয় বাছাই কমিটির বিরুদ্ধে বিপুল অঙ্কের উৎকোচ গ্রহন ও বাছাই কমিটির সদস্য না হয়েও মুক্তিযোদ্ধাদের স্বাক্ষাৎকার নেওয়ার অভিযোগ করেন একাধীক দাবীদার মুক্তিযোদ্ধারা।
ইবাংলা/টিএইচকে