দুর্নীতির লাগাম টানতে মরণকামড় দিতে হবে: গয়েশ্বর

দুর্নীতির লাগাম টেনে ধরতে আমাদের মরণকামড় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (১৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করার জন্যই ভোট চুরি করে। এই ভোট চুরির মাধ্যমে তারা দুর্নীতিকে সীমা-পরিসীমার বাইরে নিয়ে গেছে।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের ভোটের অধিকার নেই। দেশে এখন ভোট চুরি ও দুর্নীতি দেখা যায়।

আরও পড়ুন: এস কে সিনহার যুক্তরাষ্ট্রের বাড়ি জব্দে চিঠি পাঠাবে দুদক

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ চলবে কোন পথে, সেই ফয়সালা রাজপথে হবে। আমাদের ঘরে নয়, বাইরে আন্দোলনে জিততে হবে। চলমান আন্দোলনকে সফল করতে হবে।

গয়েশ্বর বলেন, কুইক রেন্টাল বিদ্যুৎ ছিল মেগা দুর্নীতির একটি ক্ষেত্র। দেশের তৈরি বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু থাকলে বিদ্যুতের সমস্যা থাকে না। কিন্তু সেসব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ।

তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন করলে অন্যরা জয়লাভ করবে, এমন ভাবনা মূর্খতা। সুতরাং, সমাধান একটাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করা এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

আরও পড়ুন: বান্দরবা‌নে আবা‌রো তিন উপ‌জেলায় পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, মানুষ যতদিন পর্যন্ত নিজের ভোট নিজে এবং দিনের ভোট দিনে দিতে পারবে ততদিন পর্যন্ত যেন নির্বাচনের কথা বিএনপির মধ্যে না আসে।

ইবাংলা/এসআরএস