দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার একটি কয়লাখনিতে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১ খনি শ্রমিক নিহত হয়েছেন। খনিতে আটকে পড়া ১০ জনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। নিকোলাস গার্সিয়া ব্লু রেডিওকে আজ বুধবার বলেন, রাজধানী বোগোটা থেকে ৭৪ কিলোমিটার উত্তরে সুতাতাওসা পৌরসভায় দুর্ঘটনাটি ঘটে। খনির ভেতরে গ্যাস জমে ছিল। শ্রমিকের হাতিয়ার থেকে স্ফুলিঙ্গ তৈরি হলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন…শত্রুতামূলক বিমান উড়ানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার আহ্বান
গার্সিয়া সাংবাদিকদের বলেন, খনির ৭০০ থেকে ৯০০ মিটার গভীরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। দুজনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত ছবিতে ফায়ার ফাইটার ও অন্য উদ্ধারকর্মীদের খনির প্রবেশ মুখে দেখা গেছে। আর বাইরে অপেক্ষায় আছেন আটকা পড়াদের স্বজনেরা। গভর্নর জানান, আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারের জন্য শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। ‘একটি করে মিনিট যাওয়া মানে অক্সিজেন কমে যাওয়া। ’
কলম্বিয়ায় সোনা ও কয়লার অসংখ্য উন্মুক্ত ও ভূগর্ভে খনি রয়েছে। যেসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় না, সেগুলোতেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। ২০১০ সালের জুনে দেশটির উত্তর–পশ্চিমে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে ৭৩ জন নিহত হয়েছিলেন। গত আগস্টে কুনদিনামারাকার একটি অননুমোদিত কয়লাখনি ধসে পড়েছিল। সেখান থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছিল। ২০২১ সালে লাতিন আমেরিকার দেশটিতে খনি দুর্ঘটনায় ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
ইবাংলা/এইচআর/১৬ মার্চ ২০২৩