সাকিব এখন গ্র্যাজুয়েট!

নিজস্ব প্রতিবেদকঃ

ক্রিকেটের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের পাশাপাশি লেখাপড়ায় এটা তো বড় অর্জনই সাকিবের জন্য! সেই অর্জনের উদযাপনে শামিল হয়েছেন তিনি। এআইইউবি- এর সমাবর্তনে রোববার অংশ নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। পড়াশোনার আঙিনায় আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে আপ্লুত সাকিব সমাবর্তন বক্তৃতায় বললেন তার গর্বের কথা। তিনি বলেন, অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করত, জিজ্ঞেস করত যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত ও গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশ কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।

আরও পড়ুন…ফের পিএসএলের চ্যাম্পিয়ন আফ্রিদির লাহোর

সাকিব বলেন, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সঙ্গে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। তবে এটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ১৪ বছর। সেই ২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন সাকিব। ক্রিকেটের মাঠে দাপুটে পথচলার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে সেভাবে এগোতে পারেননি। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে তিনি বিবিএ সম্পন্ন করলেন।

৩৬ বছর বয়সে স্নাতক সম্পন্ন করলেন বাংলাদেশ প্রাণ ভোমরা। বয়স যতোই চলুক, ক্রিকেটের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের পাশাপাশি লেখাপড়ায় এটা তো বড় অর্জনই তার জন্য! সেই অর্জনের উদযাপনে সাকিব শামিল হয়েছেন। এআইইউবি- এর ঢাকার ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে রোববার অংশ নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে জেতানোর পর দিন ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ২১তম সমাবর্তনে উপস্থিত হন তিনি। গ্র্যাজুয়েটদের তালিকায় তার নাম দেখা যায় ‘খন্দকার সাকিব আল হাসান’ হিসেবে। আগের দিন ম্যাচ খেলা বাংলাদেশ দলের কোনো আনুষ্ঠানিক কার্যক্রম নেই এ দিন। এই ফাঁকে সাকিব পৌঁছে যান সমাবর্তনে।

ইবাংলা/এইচআর/১৯ মার্চ ২০২৩

গ্র্যাজুয়েটসাকিব