মহিবুল্লাহ হত্যা : সন্দেহভাজন দুই রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজন অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের মোছড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ওয়েস্ট ১ এর ডি/৯ ব্লকের ছাব্বির আহমদের ছেলে আবুল কালাম আবু (৩৪) ও ডি/৪ ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে নজিম উদ্দিন (৩৫)। তাদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুহিবুল্লাহর হত্যার কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হক ও মোহাম্মদ ইলিয়াছ নামের আরেক রোহিঙ্গা।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে তাকে।

উল্লেখ্য, মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ছিলেন। তার মূল উত্থান হয় ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা আগমনের বর্ষপূর্তিতে। ওই দিন তিনি লাখো রোহিঙ্গার সমাবেশ ঘটিয়ে আলোচনায় এসেছিলেন। সেদিন তার নেতৃত্বে ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গার মহাসমাবেশ হয়েছিল।

ইবাংলা/জেডআরসি/৩০ অক্টোবর ২০২১

Comments (0)
Add Comment