ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন ওই গাড়ির সুপারভাইজার ও অপরজন যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-পাথরঘাটা সড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন… গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ২০
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, সকালে যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়েছেন। বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করেছে। গুরুতর আহত গাড়ি চালককে বরিশালে পাঠানো হয়েছে। গুরুতর আহত যাত্রীদের রাজাপুর ও ভান্ডারিয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইবাংলা/এইচআর /২৪ মার্চ ২০২৩