সাকিব, লিটন নয় কেকেআরের নতুন অধিনায়ক নীতিশ

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, লিটন দাসের মতো ক্রিকেটার। তবে সবাইকে টপকে নীতিশ রানাকে নতুন ক্যাপ্টেন করেছে কেকেআর।

আইপিএল ২০২৩ মৌসুমের জন্য নীতীশ রানাকে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে। শ্রেয়সের পিঠে চোটের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি মরশুমের প্রথম বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন… বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২২ রানে জয় বাংলাদেশের

কলকাতা নাইট রাইডার্স দলে বেশ কয়েকজন অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার রয়েছেন। তাঁর মধ্যে অন্যতম হলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, লিটন দাস এবং টিম সাউদি। নাইট সমর্থকদের অনেকেই একথা মনে করছেন যে টিম ম্যানেজমেন্ট কোনও বিদেশি অধিনায়ক বেছে নিলে ভালো করত। এমনকি অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব আল হাসান।কিন্তু সবাইকে টপকে অধিনায়ক হিসাবে নীতিশ রানাকেই  বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আরও পড়ুন… লিওনেল মেসির নামানুসারে আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারের নাম

অপর দিকে সাকিব, লিটনকে ছাড়া নিয়ে সমস্যা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে আসন্ন আইপিএলে কেকেআরের প্রথম দুই ম্যাচে তাদের পাওয়া যাবে না। ফলে দুজনের কাউকে অধিনায়ক করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

ইবাংলা/এইচআর /২৮ মার্চ ২০২৩

অধিনায়ককেকেআরের