বরগুনায় ইউপি সদস্য ছাগল চুরির দায়ে আটক

গোলাম কিবরিয়া, বরগুনা :

বরগুনায় এবার ছাগল চুরি করে বিক্রি করতে আসায় এক ইউপি সদস্যকে আটক করা হয়। আটককৃত ইউপি সদস্যের নাম আরিফ সিকদার। আর এ ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী। তিনি তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ শিকদার। সে ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে আমতলী থানা পুলিশ আটক করে।

আরও পড়ুন… বরগুনায় ডিবি পুলিশকে ছুরিকাঘাতে আহতের ঘটনায় গ্রেপ্তার ১

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার আমতলী থানার এস আই জহিরুল রাতে টহলের দায়িত্বে থাকাবস্থায় মঙ্গলবার রাত পৌনে ২ টার সময় আমতলী উপজেলার দক্ষিন ঘোপখালী গ্রামের রাস্তা থেকে ছাগলসহ পচাকোড়ালিয়া ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য মো. আরিফ সিকদার ও তার সঙ্গী জিয়াকে আটক করে। বুধবার সকালে পচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সাদ্দাম হোসেনের এ ছাগল চুরি হয়।

এ বিষয়ে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুর রাজ্জাক বলেন, ছাগলসহ ৮ নং ওয়ার্ডের মেম্বার আরিফ শিকদারের আটকের খবর আমি শুনেছি। আমতলী থানার এস আই জহিরুল ইসলাম বলেন, টহলে দায়িত্বে থাকাবস্থায় রাত পৌনে ২ টার সময় দক্ষিন ঘোপখালী রাস্তা থেকে ছাগল নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য আরিফ শিকদারসহ দুই জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন… বরগুনায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন,পার্শ্ববতী থানা তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য আরিফ সিকদারসহ দুজনকে একটি ছাগলসহ আটক করা হয়েছে।

ইবাংলা/এইচআর/৫ এপ্রিল ২০২৩

আটকইউপি সদস্যচুরিছাগল