আইরিশদের বিপক্ষে ৭ উইকেটে জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদকঃ

সিরিজের একমাত্র ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৭ এপ্রিল) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে মমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসের ফিফটি করেন। মুশিফিকের অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল। এছাড়া মমিনুল হকের ব্যাট থেকে আসে ২০ রান।

আরও পড়ুন… প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৮ রান

আয়ারল্যান্ডের সঙ্গে এই টেস্ট খেলার আগে মোট ১১টি দলের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞ ছিল বাংলাদেশের। আর এই ১১ দলের বিপক্ষেই সাদা পোশাকে প্রথম দেখায় বাংলাদেশের সঙ্গী ছিল হার। তবে এবার সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে টাইগাররা। আইরিশদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে প্রথম দেখায় ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৭ ওভার ১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আর প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩৬৯ রান। আয়ারল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে থেমেছিল আইরিশরা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। শুধু খেলার ধরনে নয়, ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আনে বাংলাদেশ টিম ম্যানেমজমেন্ট। প্রথম ইনিংসে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী ছিল নাজমুল হোসেন শান্ত, তবে আজ ইনিংসের গুরাপত্তন করেছেন লিটন দাস।

এর আগে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস ২৩, নাজমুল হোসেন ৪ এবং আরেক ওপেনার তামিম ইকবাল ৩১ রানের সাজঘরে ফিরেন।

আরও পড়ুন… ইনিংস হারের শঙ্কা উড়িয়ে শক্ত অবস্থানে আইরিশরা

গত দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। সকাল বেলা উইকেটে পেসারদের জন্য যে বাড়তি সুবিধা থাকে সেটা পুরোপুরি আদায় করেছেন এবাদত হোসেন। এদিন নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন এই পেসার। আর তাতেই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ১৩৮ লিড দিয়ে ২৯২ রানে থামে আইরিশরা।

ইবাংলা/এইচআর/৭ এপ্রিল ২০২৩

আইরিশজয়বাংলাদেশের