প্রথম টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৩৮ রান

ক্রীড়া প্রতিবেদকঃ

আয়ারল্যান্ডকে দ্রুত থামানোর লক্ষ্যে মাঠে নামা টাইগাররা চতুর্থ দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছে। ফলে মিরপুর টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৮ রান।

তৃতীয় দিনে যে প্রতিরোধ গড়ে তুলেছিল আইরিশ ব্যাটাররা, চতুর্থ দিনে তার ছিটেফোঁটা দেখা গেল না। মিরপুরে শুক্রবার সকালের সেশনে ব্যাটিংয়ে নেমে মোটে ৮ ওভার টিকলো আয়ারল্যান্ডের প্রতিরোধ। এর মধ্যে হাতে থাকা দুই উইকেট খুইয়ে ফেলে সফরকারীরা। দলটির শেষ দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন পেসার এবাদত হোসেন।

আরও পড়ুন… ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

তৃতীয় দিনে ইনিংস হারের শঙ্কা থেকে দিনশেষে লিড নেয় আয়ারল্যান্ড। লিডে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল দলটির সামনে। তবে সকালের সেশনে এবাদতের গতির সামনে পরাস্ত আইরিশ টেল-এন্ডার। আগের দিনের রানের সঙ্গে আর মাত্র ৬ রান যোগ করতেই থামে দলটির রানের চাকা। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৯২ রানে। মিরপুর টেস্ট জিততে বাংলাদেশের দরকার তাই ১৩৮ রান।

চতুর্থ দিনের শুরুটা বাংলাদেশ করেছিল স্পিনারদের দিয়ে। উইকেটের দুই প্রান্তেই ছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাইজুল টানা দুই ওভার বোলিংয়ের পর এবাদত হোসেন আসেন বোলিংয়ে। বল হাতেই নিয়েই দলকে সাফল্য এনে দেন তিনি। ওভারের তৃতীয় বলে তার স্লোয়ার ইয়র্কারে বোল্ড হন আইরিশদের শেষ ভরসা অ্যান্ডি ম্যাকব্রাইন। ৭২ রান করে ফেরেন তিনি।

আরও পড়ুন… বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, ফাইনালে রিয়াল

তিন ওভার পরে আইরিশদের শেষ উইকেটটাও তুলে নেন এবাদত। এবার তিনি ফেরান গ্রাহাম হিউমকে। ১৪ রান করে হিউম উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন। এবাদত শেষ দুই উইকেট তুলে নেওয়ার এই ইনিংসে ফাইফার নেওয়া থেকে বঞ্চিত হলেন তাইজুল। ৪ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আগের ইনিংসে পাঁচ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনারকে।

ইবাংলা/এইচআর/৭ এপ্রিল ২০২৩

জয়েরটেস্টেবাংলাদেশের