বঙ্গবাজারে আজ থেকে বসছে অস্থায়ী দোকান

রাজধানীর বঙ্গবাজারে আজ থেকে অস্থায়ী দোকান বসবে বলে জানিয়েছে মালিক সমিতি।

সে লক্ষেই শুক্রবার সকাল সাড়ে ১০টায় আগুনের ধংসস্তুপ অপরাসণের কাজ শুরু হয়। পুড়ে অঙ্গার এই মালামাল প্রণদনাস্বরূপ ৪০ লাখ টাকায় কিনে নেয় সিটি করপোরেশন। যে টাকা বণ্টন করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে।

আরও পড়ুন>> বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

বঙ্গবাজার মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, শনিবার থেকেই শুরু হবে অস্থায়ী দোকানপাট। ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন করে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছে আশপাশের ভবনগুলোতেও।

এর আগে, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইবাংলা/এসআরএস