ইসরায়েলে গুলি-গাড়িচাপায় ১ জন নিহত

রমজান মাসেও থেমে নেই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যেই গতকাল ইসরায়েলে নিহত হয় দুই ইহুদি নারী। এবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রাইভেটকার চাপায়  একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। আহতহ হয়েছেন আরো ৭ জন।

ঘটনাটি ঘটেছে ইসরায়েলের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় একটি পার্কের পাশে একটি প্রাইভেটকার কয়েকজনকে চাপা দেয়। রোজার মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে চলমান উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন>> বঙ্গবাজারে আজ থেকে বসছে অস্থায়ী দোকান

গতকাল স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় একটি পার্কের পাশে একটি প্রাইভেটকার কয়েকজনকে চাপা দেয়। পরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এর আগে শুক্রবার পশ্চিম তীরে গুলিতে দুই ইসরায়েলি সেটলার নিহত হয়। উত্তর জেরিকো গভর্নেটের অবৈধ হামরা সেটেলমেন্টে এই ঘটনা ঘটে।

সর্বশেষ ঘটনাকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।যদিও প্রাথমিকভাবে এই হামলার পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায়ও স্বীকার করেনি। তবে বন্দুকধারীদের ওই হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে।

সূত্র: আল-জাজিরা

ইবাংলা/এসআরএস