ফোকাস বিডির ৩য় বর্ষে পর্দাপণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় বর্ষে পা রেখেছে অনলাইন নিউজ পোর্টাল ফোকাস বিডি ২৪ডট কম। ২০১৯ সালের ১লা নভেম্বরে রাজধানীর মিরপুরের তাদের যাত্রা শুরু করে।

সকল ক্লান্তি ভুলে নতুন এই বছরটিকে আরো বেগবান করে সামনের দিকে এগিয়ে নিতে সম্মেলিলত প্রচেষ্টায় বদ্ধ পরিকর প্রতিষ্ঠানটি। যাত্রা শুরুর পর থেকে ফোকাস বিডি পরিবারের সঙ্গে থেকে যারা এর এর অংশ হয়ে উঠেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্পাদক কে এ এইচ মিঠু।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশক কে এ হাসন বলেন, ফোকাসবিডি পরিবার একটি আন্তরিকতার প্রতীক। যার স্লোগান “সংঘাতে নয় সহযোগিতায়”। আমরা সাংঘর্ষিক সংবাদে নয় সমাধানের সংবাদে বিশ্বাসি।

তিনি আরো বলেন, যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের পরিচিতি দিন দিন বাড়িয়ে তুলেছেন তাদের সবাইকে ফোকাসবিডি২৪ডটকমের পক্ষ থেকে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।

আমাদের পথচলার সাথিদের মধ্যে অন্যতমদের নাম প্রকাশ করা হলো-

ফারজানা আক্তার রেশমা (হেড অব নিউজ), হারেজ আল বাকি (আইটি ইনচার্জ), শাহানাজ পারভিন (নিউজ রুম এডিটর), সাদমনি (সাব-এডিটর), রাকিবুল হাসান (সাব-এডিটর) ফরিদ কোরাইশ সাজু (ফটোজার্নালিষ্ট) ও সারাদেশের প্রতিনিধিদের মধ্যে ফরিদপুর সালথা’র মনির মোল্ল্যা, চাটমোহরের হেলালুর রহমান জুয়েল, পাবনার মিজান তানজিল, নাটোরের অমর ডি কস্তা, খুলনা পাইকগাছার মহানন্দ অধিকারী মিন্টু, মোড়লগঞ্জের শেখ সাইফুল ইসলাম কবীর, সাতক্ষীরা শ্যামনগরের রনজিৎ বর্মন, আটঘরিয়ার আফ্রিদি মিঠুন, ঢাকার মিরপুরের উজ্জল আহমেদ, শাহজাদপুরের মির্জা হুমায়ুন, চারঘাটের আতিকুর রহমান, গোদাগাড়ির মুক্তার হোসেন, নওগাঁর মো: আব্দুল আজিজ, শিবগঞ্জের রবিউল ইসলাম রবি, মির্জাপুরের বসির আহমেদ, নরসিংদীর মো: জাকারিয়া, নারায়ণগঞ্জের নজরুল ইসলাম বাবুল, মধুখালীর মতিয়ার রহমান, রাঙ্গামাটির মিল্টন বাহাদুর, কুমিল্লার হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার মো: আরিফুল ইসলাম সুমন, তজুমুদ্দিনের রুবেল চক্রবর্তী, পটুয়াখালীর কাজল বরণ দাস, ফেনীর জহিরুল আলম কামরুল. আমতলীর আব্দুল্লাহ আল নোমান, ঝালকাঠির রহিম রেজা, পীরগঞ্জের আনারুল ইসলাম আনোয়ার, ঢাকার মনিরুজ্জামান সজল, লালমরিহাটের জিন্নাতুল ইসলাম জিন্নাহ, কুড়িগ্রামের জাহিদ আল হাসান, ভুরুঙ্গামারীর মাঈদুল মুকুল, রাণীশংকৈলের রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁওয়ের জাহিদ হাসান মিলু, ফুলবাড়ির আল হেলাল চৌধুরী, সুজানগরের তৌফিক হাসান, সরাইলের রিমন খান, সাথিয়ার জালাল উদ্দিন, নবাবগঞ্জের সাজেদুল ইসলাম সাগর, পঞ্চগড়ের নূর হাসান, নীলফামারীর নূর আলম, কিশোরগঞ্জের হাসান তনা, ডোমারের এ আর মানিক, দিনাজপুরের আসাদুজ্জামান আসাদ, জামালপুরের এস এম হালিম দুলাল, নড়াইলের ফরহাদ খান, বকসীগঞ্জের জি এম ফাতিউল হাফিজ বাবু, দুর্গাপুরের খোকন, রাজারহাটের মাহবুবুর রহমান, শেরপুরের রীতেশ কর্মকার, গৌরনদীর বিশ্বজিত সরকার বিপ্লব, ভাঙ্গুড়ার মনিরুজ্জামান ফারুক, মৌলভীবাজারের আতাউর রহমান কাজল, জবি প্রতিনিধি রাশেদ রনি, চররাজিবপুরের আতাউর রহমান, ইবি প্রতিনিধি তামজিদুল হক ফাহিম ।

ইবাংলা/টিপি/ ২ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment