চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। তাই ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে জাতির উন্নয়নে কাজ করে যাবে বলে তিনি আশা করেন- মঙ্গলবার অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে পাবত্যমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন… বান্দরবানে কলা গাছের আঁশে তৈরি হলো ‘কলাবতী’ শাড়ি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান ন্ন(অতিরিক্ত সচিব) মোঃ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের সদস্য পরিকল্পনা (উপসচিব) মোঃ জসিম উদ্দিন, বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী, বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম প্রমুখ্য
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট এর নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি ইউনিট এর নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।
আরও পড়ুন… বান্দরবান সেনা জোনের সহযোগিতায় চিকিৎসা পেল পাহাড়ি পরিবার
মন্ত্রী আরও বলেছেন – সরকার পাহাড়ের দূর্গম এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অত্যান্ত আন্তরিক। এ জন্য প্রতি বছর সরকার পাহাড়ের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন রকমের সহায়তা প্রদান করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। আর এই সরকারের আমলেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
এসময় অনুষ্ঠানে শেষ বান্দরবান জেলা থেকে কলেজ পর্যায়ে ৩০৩ জন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪২২ জন মোট ৭২৫ জনকে ৬৩ লাখ ৪১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
ইবাংলা/এইচআর/১২ এপ্রিল ২০২৩