২০২১ সালের ২৪ অক্টোবর টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। এর পরেই বিরাট ও অনুষ্কা দুধের শিশু ভামিকাকে ধর্ষণের হুমকি দেন রামনাগেশ অকুলবাথিনি নামক এক ব্যক্তি। বিরাটে ম্যানেজার আকুইলিয়া ডি’সুজা ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলে তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন… তাপমাত্রা বাড়বে আরও অন্তত এক সপ্তাহ
তবে সম্প্রতি ওই ব্যক্তিকে নিয়ে বড়সড় রায় দিল আদালত। বিচারপতি গড়কড়ী এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের এফআইআর ও চার্জশিট খারিজ করে দেয়। বিরাটের ম্যানেজার ওই মামলা প্রত্যাহার করার পরেই এই সিদ্ধান্তে এল আদালত। এর পরেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন ওই ব্যক্তি।
নিজের পক্ষে তাঁর যুক্তি ছিল, অতীতে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের রেকর্ড নেই। তিনি বিদেশে চাকরির জন্য যেতে চাইলেও এই মামলার জন্য পারছেন না।প্রসঙ্গত, রামনাগের মেধাবী ছাত্র ছিলেন। তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পদাধিকারী ছিলেন। আইআইটি হায়দরাবাদ থেকে পড়াশোনা করার পর বর্তমানে পিআইচডি করছেন তিনি।
এরপরেই সোমবার অভিযুক্তের আর্জিতে সাড়া দেয় বম্বে হাইকোর্ট। একই এরই পাশাপাশি বিরাটের ম্যানেজারও মামলা তুলে নেওয়ায় স্বস্তিতে ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন কিছু নয়।
আরও পড়ুন… টাঙ্গাইলে কৃষদের সাথে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন মতবিনিময় সভা
তারকাদের মাঝেমধ্যেই এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু তাই বলে ভামিকাকে ধর্ষণের হুমকি! সে সময় ওই ব্যক্তিকে নিয়ে ট্রোলের বন্যা বয়েছিল। তাই তাঁর মুক্তিতে কিছুটা ক্ষুব্ধ অনুরাগীরা। ক্রিকেট ভক্ত বা দেশভক্ত হলেও নিজের প্রতি নিয়ন্ত্রণ যে সবার আগে রাখা উচিৎ, সে কথাই সোশ্যাল মিডিয়ায় মনে করিয়ে দিয়েছেন একটা বড় অংশ।
ইবাংলা/এইচআর/১২ এপ্রিল ২০২৩