শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদকঃ

শ্রীলঙ্কা তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। বিশ্রামে রাখা হয়েছে বেশ কয়েকজনকে। মঙ্গলবার (১৮ এপ্রিল) স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী শাখার নির্বাচকরা।

আরও পড়ুন… পয়েন্ট হারিয়ে পঞ্চম শিরোপা জয় কঠিন হয়ে গেল আর্জেন্টিনার

এই সফর থেকে বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন, রুমানা আহমেদ ও তরুণ বাঁহাতি পেসার মারুফা আক্তারকে। মূলত চলতি বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ সামনে আছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় এমনটা জানান নির্বাচক মনজুরুল ইসলাম।

তিনি বলেন, এ সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া ও কন্ডিশন। সেটির কথা ভেবেই দল গড়া। কিছু উঠতি তারকাকে নিয়েছি, যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করেছে। কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছি। এ বছর বেশ কিছু সিরিজ খেলব আমরা দেশে ও দেশের বাইরে। একই সঙ্গে শ্রীলঙ্কায় ফিটনেস বড় ভূমিকা রাখবে। সব মিলিয়েই আসলে দল ঘোষণা করা।

আরও পড়ুন… ক্রিকেটের বাইরের কোনো বিষয়ে আগ্রহ নেই, বাফুফে ইস্যুতে পাপন

তিন ওয়ানডে ও সমান টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৫ এপ্রিল লঙ্কার মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথমে ওয়ানডে খেলবে ২৯ এপ্রিল। ২ ও ৪ মে অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। এই সিরিজটি আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজই খেলেছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে আছে তারা। আর শ্রীলঙ্কা সপ্তম।

ওয়ানডে সিরিজ শেষে দিন পাঁচেকের বিরতির পর ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ১১ এবং ১২ মে। দুই ফরম্যাটের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সার ওভালে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে এসএসসি গ্রাউন্ডে।

আরও পড়ুন… কলকাতা মাঠে নামার আগে যে বার্তা দিলেন লিটন দাস

বাংলাদেশ নারী দলঃ
নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার, সোবহানা মুস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, ঋতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

ইবাংলা/এইচআর/১৯ এপ্রিল ২০২৩

ঘোষণাদলনারী