করোনাভাইরাস সংক্রমণ কমায় রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ৪৭২ কোটি ডলার বা ৪০ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য এসেছে।
গত সেপ্টেম্বরে রপ্তানি আয় ৪১৭ কোটি ডলার বা ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। আর সদ্য সমাপ্ত অক্টোবরে ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার বা ৪০ হাজার ৫০০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশ।
অক্টোবর মাসের রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি।
ইবাংলা/টিআর/০২ নভেম্বর, ২০২১