বাঙলা কলেজ অধ্যক্ষের সঙ্গে বাকসাস’র নবগঠিত কমিটির সাক্ষাৎ

বাঙলা কলেজে সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এসময় নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বাকসাস সভাপতি মো. মমিনুল হক খাঁন ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজিব।

রোববার (৭ মে) বেলা সাড়ে ১২টায় অধ্যক্ষের কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন- বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহরিয়ার মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

এছাড়াও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সায়মা ফিরোজসহ কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্রও ফিরত না: তথ্যমন্ত্রী

সৌজন্য সাক্ষাতে বাঙলা কলেজ অধ্যক্ষ ও বাকসাস নেতৃবৃন্দ কলেজ-সংশ্লিষ্ট যেকোনও বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এসময় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যেকোনও প্রয়োজনে আমি সাংবাদিক সমিতির পাশে আছি। মনে রাখতে হবে, কোনও বিষয়ে সঠিক না জেনে সংবাদ প্রকাশে বিরত থাকতে হবে। আমার বিশ্বাস, শিক্ষার্থীরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। সাংবাদিকদের গঠনমূলক আলোচনা-সমালোচনা কাম্য। তোমাদের লেখনিতেই বাঙলা কলেজের প্রচার-প্রসার হবে।’

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেনকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ইবাংলা/এসআরএস