চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পলাশনগরে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা নিয়েছে পল্লবী থানা পুলিশ। সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করার পাঁচ দিন পর সাংবাদিকদের  বিরুদ্ধেই মামলার এ ঘটনা ঘটল।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি।

এজাহারে  বলা হয়, ঘর নির্মাণের কাজ শুরু করলে আসামিরা ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বসতবাড়ি জোরপূর্বক দখল করে নেবে বলে ভয়-ভীতি ও হুমকি দেয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে, তারা ভয়-ভীতি দেখিয়ে ২৩ অক্টোবর সকালে একটি পিকআপ যোগে বিভিন্ন সাইজের ১ টন রড- যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা, নিয়ে যায় বলেও অভিযোগ করেন আনোয়ার হোসেন।

মামলায় বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সাংবাদিক ইফতি, সাপ্তাহিক নতুন বার্তার সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন, জাগো কণ্ঠের ক্যামেরাপারসন মোহাম্মদ আলী ও বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক এসএম জহিরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

হামলার শিকার বাংলা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মিরাজ মাহমুদ ইফতি বলেন, ‘বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে আমরা খবর পাই এক মাদ্রাসা থেকে শিক্ষক এবং ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পলাশনগর বেলতলা এলাকায় যাই। মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের সঙ্গে কথা বলি।

হঠাৎ ৩০-৩৫ জন এসে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়। আমাদের জখম করে সঙ্গে থাকা একটি স্টিল ক্যামেরা, একটি ভিডিও ক্যামেরা ও একটি মোবাইল নিয়ে যায়। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়ে আমরা থানায় মামলা করতে গেলে আমাদের মামলা না নিয়ে কালক্ষেপণ করা হয়। শুনতে পেরেছি যাদের হাতে হামলার শিকার হয়েছি তারাই আমাদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মামলা দিয়েছে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুপক্ষেরই মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।  তদন্তের পরই বিস্তারিত জানা সম্ভব হবে।

ইবাংলা/ ইই/ টিপি/ ৩ নভেম্বর, ২০২১

বিরুদ্ধেমামলাসাংবাদিক
Comments (0)
Add Comment