বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী আনোয়ার পরিবহনের সঙ্গে ঢাকাগামী বিজয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই গাড়িতে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: শেরপুরে বজ্রপাতে মাদরাসাছাত্রসহ নিহত ২
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহা বিনতে ফারুকী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইবাংলা/জেএস