গরমে এসির বিল কমাতে যা করবেন

প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ঘন ঘন এসি ব্যবহার করছেন অনেকে। আর গরমে এসির বিল মাস শেষে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কিন্তু একটু খেয়াল রাখলে সহজেই এসির বিল কমাতে পারবেন। গরমে এসির বিল কম রাখতে এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন:

এসি ডিফল্ট তাপমাত্রায় সেট করা ভালো

প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই যত কম তাপমাত্রা রাখবেন ততই খারাপ। কম্প্রেসার বেশি সময় কাজ করবে। ডিফল্ট তাপমাত্রায় এসি চালু রাখলে ২৪ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

আরও পড়ুন>> ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি নাকি হলান্ড?

২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখুন

এসির তাপমাত্রা ১৮ থেকে ২৩-২৪ ডিগ্রিতে রাখুন। ঘর ঠান্ডা থাকবে এবং বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে থাকবে।

দরজা-জানালা বন্ধ রাখুন

এয়ার কন্ডিশনার চালানোর সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখুন। ঘর দ্রুত ঠান্ডা হবে।

সার্ভিসিং করান
এসিতে অনেক সময় ময়লা জমে থাকে। ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে। ফিল্টারের নোংরা ঝেড়ে ফেললে এসির শক্তির খরচ ১৫ শতাংশ কমে যাবে।

ইবাংলা/এসআরএস

এসির বিল